Sunday, May 15, 2022

 

দেখতে দেখতে চলোঃ- বীর কুৎসা থেকে মহিষডাঙ্গা, আত্রাই এর পথে, পাঠ ০১



প্রাকৃতিক দৃশ্য আমাদের চ্যানেলে আপলোড করা হয় । 

www.youtube.com/GodsGameLook



 

১৭. চিঠি দিলাম পত্র দিলাম

উত্তর কেন দিলে না।

মনের মধ্যে প্রমের আগুন

আর জালায় ও না



 ১৬. শিতল হাওয়া বয়

খোলা আকাশ পূর্ণিমা রাত্রে,

আমার মনে ইচ্ছা জাগে

তোমায় কাছে পেতে।


 

১৫. শ্রাবন মাসে নদীর কুলে

পানি থই থই,

এমন সময় নৌকায় চরে

ভ্রমণের মনের মানুষ কৈ?




১৪. চাঁদ আর সূর্য আকাশেতে

আছে এক সাথে।

আমি তোমাদের বাড়ি আসি

তোমায় ভালোবেসে।



 

১৩. আত্মহত্যা মহা পাপ

করিব না তাই,

সারা জীবন প্রমের আগুনে

পুরে হবো ছাই।



 

আসমান জানে জুমিন জানে

আরো জানে নদীর ঢেউ।

এই ভুবনে তুমি ছাড়া

আমার আর যে নাইকো কেউ।



 

তোমার প্রেমে পাগল আমি

সর্ব দিবা রাত।

কবে দিবা আমায়, তুমি,

প্রেমের সওগাত।

 



 

আমার এই বুকে তুমি হীনা

বাজে শুধু দুঃখের বীণা।

কবে যে থামবে এই বীণা

আমিত জানি না।



 

পত্রের আশায় বসে থাকি

তোমার পানে চেয়ে,

কত প্রহর যায় যে কেটে

দুঃখের গান গেয়ে।



 প্রেমের আগুন ধিক ধিক জলে

সেই আগুনে মন পুড়ায়,

এই কথাটি কেমনে আমি,

তোমাকে বুঝাই। 

 দুজনার মাঝে ফুটলো একটি “প্রেম ফুল” প্রিয়া, তুমি আমায় চিনিতে করনা ভুল।



 

দুনিয়ার নিয়ম এমনই


কেউ সবুজের প্রেমিক,

কেউ লাল, নীল।

কেউ প্রাকৃতিকর প্রেমিক

কেউ খাল বিল।

১২ ০৫ ২০২২ ইং রোজঃ বৃহস্পতিবার



 রূপসীর রুপের বাহার খনিকের তরে

গুনির গুণ রয় অনন্ত কাল ধরে।

০৮ ০৫ ২০২২ ইং রোজঃ রবিবার