স্ত্রী শব্দের অর্থ হল শক্তি! আর পুরুষ শব্দের অর্থ হল সহনশক্তি!
ঢাকা থেকে চট্টগ্রামগামী বাসে এক পুরুষ ঘুমের নেশায় আর বাসের ঝাকুনিতে যদি তার পাশে বসা কোন মহিলার কাঁধে মাথা রেখে দেয়, এই অপরাধে বাসের সব যাত্রী মিলে তাকে যে ধোলাই দেবে, সেটা হল শক্তি!
কিন্তু যদি বাসে কোন মহিলা অনুরূপভাবে কোন পুরুষের কাঁধে মাথা রেখে দেয়, তখন তার পাশে বসা পুরুষ বেচারা যার কুমিল্লায় নেমে যাবার কথা ছিল, সে ঐ মহিলাকে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে, সেটা হল সহনশক্তি।
No comments:
Post a Comment